দারফুরে সংঘর্ষে ৩০০ বিদ্রোহী নিহত
সুদানের দারফুর এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্টের (জেইএম) কমপক্ষে ৩০০ বিদ্রোহী নিহত হয়েছে। এ সময় ৭৫ জন সেনাসদস্যও মারা যায়। সেনাবাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের শান্তিরক্ষীরা নিশ্চিত করেছে, এ সপ্তাহে সুদানে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের দুই-তিনবার সংঘর্ষ হয়েছে। তবে সংঘর্ষ ও সেনাবাহিনীর দাবির ব্যাপারে জেইএমের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জেনারেল আল-তায়েব আল-মুসবাহ রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা নিউজকে জানান, সেনারা বিদ্রোহীদের বহু যানবাহন গুঁড়িয়ে দিয়েছে।
জাতিসংঘের শান্তিরক্ষীরা নিশ্চিত করেছে, এ সপ্তাহে সুদানে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের দুই-তিনবার সংঘর্ষ হয়েছে। তবে সংঘর্ষ ও সেনাবাহিনীর দাবির ব্যাপারে জেইএমের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জেনারেল আল-তায়েব আল-মুসবাহ রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা নিউজকে জানান, সেনারা বিদ্রোহীদের বহু যানবাহন গুঁড়িয়ে দিয়েছে।
No comments