কলম্বিয়ার পাঁচ গেরিলা নেতা ভেনেজুয়েলায় অবস্থান করছে
কলম্বিয়া বলেছে, ভেনেজুয়েলায় কলম্বিয়ার বামপন্থী গেরিলা সংগঠনের পাঁচ নেতা অবস্থান করছেন। এ সম্পর্কে তাঁদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে।
কলম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট আলভেরো ইউরিবের অফিস সূত্র জানায়, রিভ্যুলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক) ও ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) নামে ভেনেজুয়েলার দুটি বামপন্থী সংগঠন গত শতাব্দীর মধ্য ষাটের দশক থেকে কলম্বিয়া সরকারের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা চালিয়ে আসছে।
রাজধানী বোগোটার ইউরিবের অফিস থেকে নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, কলম্বিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা এ তথ্য-প্রমাণ দিয়েছেন, ভেনেজুয়েলায় চারজন ফার্ক ও একজন ইএলএন নেতা অবস্থান করছেন। ফার্ক নেতাদের মধ্যে আছেন দলটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ইভান মারকেজ ও ফার্কের ‘পররাষ্ট্রমন্ত্রী’ বলে পরিচিত রডরিগো গ্রানাডা। বিবৃতিতে ‘পাবলিতো’ নামে পরিচিত ইএলএন কার্লোস মারিন গুয়েরিনের নামও উল্লেখ করা হয়।
কলম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট আলভেরো ইউরিবের অফিস সূত্র জানায়, রিভ্যুলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক) ও ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) নামে ভেনেজুয়েলার দুটি বামপন্থী সংগঠন গত শতাব্দীর মধ্য ষাটের দশক থেকে কলম্বিয়া সরকারের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা চালিয়ে আসছে।
রাজধানী বোগোটার ইউরিবের অফিস থেকে নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, কলম্বিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা এ তথ্য-প্রমাণ দিয়েছেন, ভেনেজুয়েলায় চারজন ফার্ক ও একজন ইএলএন নেতা অবস্থান করছেন। ফার্ক নেতাদের মধ্যে আছেন দলটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ইভান মারকেজ ও ফার্কের ‘পররাষ্ট্রমন্ত্রী’ বলে পরিচিত রডরিগো গ্রানাডা। বিবৃতিতে ‘পাবলিতো’ নামে পরিচিত ইএলএন কার্লোস মারিন গুয়েরিনের নামও উল্লেখ করা হয়।
No comments