মার্কিন দম্পতির কারাদণ্ড
কিউবার হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক এক কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। স্বামীর গুপ্তচরবৃত্তিতে সহায়তার জন্য তাঁর স্ত্রীকেও ৮১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত কর্মকর্তার নাম কেন্ডাল মায়ার্স (৭৩)। তিনি টেলিফোন আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেলের প্রপৌত্র।
কেন্ডাল মায়ার্স বলেছেন, গুপ্তচরবৃত্তির মাধ্যমে দেশের কোনো ক্ষতি চাননি তিনি। কিউবার জনগণকে সহায়তার জন্য তিনি এ কাজ করেছেন। কিউবার প্রতি যুক্তরাষ্ট্র সরকারের কী মনোভাব, সে দেশের জনগণকে তা তিনি জানিয়েছেন। যুক্তরাষ্ট্র সরকারের হুমকির ব্যাপারেও তিনি কিউবা সরকারকে সতর্ক করেছেন।
তবে বিচারক রিগি ওয়াল্টন বলেছেন, কেন্ডাল মায়ার্স ও তাঁর স্ত্রী গুয়েনডলিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাঁদের কঠোর শাস্তি পাওয়া উচিত।
কেন্ডাল মায়ার্স বলেছেন, গুপ্তচরবৃত্তির মাধ্যমে দেশের কোনো ক্ষতি চাননি তিনি। কিউবার জনগণকে সহায়তার জন্য তিনি এ কাজ করেছেন। কিউবার প্রতি যুক্তরাষ্ট্র সরকারের কী মনোভাব, সে দেশের জনগণকে তা তিনি জানিয়েছেন। যুক্তরাষ্ট্র সরকারের হুমকির ব্যাপারেও তিনি কিউবা সরকারকে সতর্ক করেছেন।
তবে বিচারক রিগি ওয়াল্টন বলেছেন, কেন্ডাল মায়ার্স ও তাঁর স্ত্রী গুয়েনডলিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাঁদের কঠোর শাস্তি পাওয়া উচিত।
No comments