হাইতিতে জাতিসংঘের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত
হাইতিতে জাতিসংঘের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন। গত শুক্রবার ডমিনিকান রিপাবলিক সীমান্তে টহল দেওয়ার সময় পাহাড়ের গায়ে ধাক্কা লেগে বিমানটি বিধ্বস্ত হয়। হাইতিতে জাতিসংঘ মিশন এ খবর জানায়।
মিনুসতাহ নামে পরিচিত সামরিক মিশনের এক বিবৃতিতে বলা হয়, কাসা-২১২ সামরিক বিমানটি বিধ্বস্ত হয়ে ১১ যাত্রী ও ক্রুর সবাই নিহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে কাউকে জীবিত পাননি উদ্ধারকর্মীরা। বিমানটি মিনুসতাহ মিশনের উরুগুয়ে কন্টিনজেন্টের।
ওই সূত্রকে উদ্ধৃত করে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের মুখপাত্র ভাননিনা মায়েসট্রেসি বলেন, নিহত ব্যক্তিরা মিশনে কর্মরত উরুগুয়ে ও জর্ডানের সেনা কর্মকর্তা। তবে এর চেয়ে বিস্তারিত কিছু জানাননি এই মুখপাত্র।
মিনুসতাহ নামে পরিচিত সামরিক মিশনের এক বিবৃতিতে বলা হয়, কাসা-২১২ সামরিক বিমানটি বিধ্বস্ত হয়ে ১১ যাত্রী ও ক্রুর সবাই নিহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে কাউকে জীবিত পাননি উদ্ধারকর্মীরা। বিমানটি মিনুসতাহ মিশনের উরুগুয়ে কন্টিনজেন্টের।
ওই সূত্রকে উদ্ধৃত করে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের মুখপাত্র ভাননিনা মায়েসট্রেসি বলেন, নিহত ব্যক্তিরা মিশনে কর্মরত উরুগুয়ে ও জর্ডানের সেনা কর্মকর্তা। তবে এর চেয়ে বিস্তারিত কিছু জানাননি এই মুখপাত্র।
No comments