ভারতকে পরমাণু অস্ত্র কর্মসূচি বিস্তার করতে দেবেন না ওবামা

শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা দিয়েছিলেন, তাঁর প্রশাসন ভারতকে পরমাণু কর্মসূচি বিস্তারের সুযোগ দেবে না। এ লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছে ওয়াশিংটন। মার্কিন কংগ্রেসকে দেওয়া এক চিঠিতে ওবামা তাঁর এই অবস্থানের কথার জানান দেন।
এটি ছিল কংগ্রেসকে লেখা ওবামার নিয়মিত চিঠি। ভারত-যুক্তরাষ্ট্র বেসামরিক পরমাণু সহযোগিতা আইনের ২০৪ অনুচ্ছেদ অনুযায়ী প্রতি ছয় মাস পর তাঁকে চিঠি লিখে কংগ্রেসকে তাঁর প্রশাসনের অবস্থান পরিষ্কার করতে হয়। ওই চিঠিতে ওবামা জানান, দুই দেশের বেসামরিক পরমাণু কর্মসূচি সহযোগিতা চুক্তির সুবাদে ভারতকে কোনো অবস্থাতেই পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেবে না ওয়াশিংটন। দেশটিকে পরমাণু কর্মসূচি বিস্তার করতে দেওয়া হবে না।
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তির পর অনেক সমালোচক মন্তব্য করেছিলেন, এর মধ্য দিয়ে ভারত পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচির বিস্তার ঘটাবে।

No comments

Powered by Blogger.