মন্দা থেকে বেরিয়ে আসবে ব্রিটেনের অর্থনীতি- টেলিগ্রাফে সাক্ষাত্কারে ব্রাউন
ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, আশাতীত প্রবৃদ্ধিসহ অর্থনৈতিক মন্দা থেকে বেরিয়ে আসবে ব্রিটেনের অর্থনীতি। আগামী বছরের মধ্যেই ব্রিটেন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। গতকাল শনিবার ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।
ব্রিটেনের আসন্ন নির্বাচন সামনে রেখে নিজেকে আশাবাদী হিসেবে চিত্রিত করার চেষ্টা করছেন গর্ডন ব্রাউন। তিনি বলেন, মানুষ যা আশা করছে আগামী বছর তার চেয়েও বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে ব্রিটেন। ভবিষ্যতে আরও বেশি প্রবৃদ্ধি অর্জিত হবে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বলছি যে আগামী বছর অর্থনীতিতে অতিরিক্ত দেড় শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে। কয়েক মাসের মধ্যে মানুষ অর্থনীতিতে যা দেখবে, তাতে আরও অনেক মানুষ আমাদের পক্ষে চলে আসবে।’
ব্রিটেনের আসন্ন নির্বাচন সামনে রেখে নিজেকে আশাবাদী হিসেবে চিত্রিত করার চেষ্টা করছেন গর্ডন ব্রাউন। তিনি বলেন, মানুষ যা আশা করছে আগামী বছর তার চেয়েও বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে ব্রিটেন। ভবিষ্যতে আরও বেশি প্রবৃদ্ধি অর্জিত হবে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বলছি যে আগামী বছর অর্থনীতিতে অতিরিক্ত দেড় শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে। কয়েক মাসের মধ্যে মানুষ অর্থনীতিতে যা দেখবে, তাতে আরও অনেক মানুষ আমাদের পক্ষে চলে আসবে।’
No comments