ভারতে মাওবাদীদের মোকাবিলায় নতুন কৌশল
মাওবাদী বিদ্রোহীদের মোকাবিলায় একটি নতুন কৌশলের ব্যাপারে সম্মত হয়েছে ভারত সরকার। কর্মকর্তারা জানান, মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত সমন্বিত অভিযানে নেতৃত্ব দেবে রাজ্য পুলিশ। তাদের সহায়তা দেবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ১৭ পুলিশ সদস্য নিহত হওয়ার পর অভিযান চালানোর এই সিদ্ধান্ত নেওয়া হলো। ভারত সরকার বলেছে, মাওবাদী বিদ্রোহীরা সবচেয়ে বড় নিরাপত্তা-হুমকির সৃষ্টি করছে।
ভারতের ২০টি রাজ্যে সক্রিয় মাওবাদী বিদ্রোহীরা। দেশটির ৬০০টি জেলার মধ্যে ২২৩টিতেই বিদ্রোহীদের তত্পরতা রয়েছে।
বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মোতায়েন করা হবে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর প্রায় ৭০ হাজার সদস্য। তাঁদের সঙ্গে থাকছে কমান্ডো ও বিশেষ বাহিনী। অভিযানে সহায়তা দেবে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার।
সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বলেন, বিদ্রোহীদের শীর্ষ নেতৃত্বকে নির্মূল এবং বিদ্রোহীদের কবল থেকে প্রায় ৪০ হাজার বর্গকিলোমিটার ভূমি মুক্ত করতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে অভিযান শুরু হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এ পর্যন্ত মাওবাদী বিদ্রোহীদের পলিটব্যুরোর সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ১৭ পুলিশ সদস্য নিহত হওয়ার পর অভিযান চালানোর এই সিদ্ধান্ত নেওয়া হলো। ভারত সরকার বলেছে, মাওবাদী বিদ্রোহীরা সবচেয়ে বড় নিরাপত্তা-হুমকির সৃষ্টি করছে।
ভারতের ২০টি রাজ্যে সক্রিয় মাওবাদী বিদ্রোহীরা। দেশটির ৬০০টি জেলার মধ্যে ২২৩টিতেই বিদ্রোহীদের তত্পরতা রয়েছে।
বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মোতায়েন করা হবে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর প্রায় ৭০ হাজার সদস্য। তাঁদের সঙ্গে থাকছে কমান্ডো ও বিশেষ বাহিনী। অভিযানে সহায়তা দেবে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার।
সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বলেন, বিদ্রোহীদের শীর্ষ নেতৃত্বকে নির্মূল এবং বিদ্রোহীদের কবল থেকে প্রায় ৪০ হাজার বর্গকিলোমিটার ভূমি মুক্ত করতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে অভিযান শুরু হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এ পর্যন্ত মাওবাদী বিদ্রোহীদের পলিটব্যুরোর সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
No comments