বিএসটিএমপিআইএ দ্রুত তেল ও গ্যাস উত্তোলনের দাবি জানিয়েছে

বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ) দ্রুত তেল ও গ্যাস উত্তোলনের দাবি জানিয়েছে। তা না হলে দেশে নতুন বিনিয়োগ হবে না এবং দেশের উন্নয়ন ২০ বছর পিছিয়ে যাবে।
সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল শনিবার সংগঠনের সভাপতি শরীফ এম আফজাল হোসেনের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির সদস্য লিয়াকত আলী ভূঁইয়া, আবদুস সাত্তার, কাজী রফিকুল আলম, আবু সাঈদ মিয়া, শেখ আবদুল হাকিম, আজিজুল হক, মো. সালাহউদ্দিন আহমেদ, সুলতান আহমেদ, মো. আবদুল্লাহ, মোতাহার হোসেন মোল্লা, মো. ফরহাদ হোসেন, মঞ্জুর আহমেদ প্রমুখ।
সভায় সরকারের তেল ও গ্যাস উত্তোলনের চুক্তিকে স্বাগত জানানো হয়। একই সঙ্গে সভায় সরকার তেল ও গ্যাস উত্তোলনের যে পদক্ষেপ নিয়েছে, তা বাস্তবায়নের অত্যন্ত জরুরি বলে মত প্রকাশ করা হয়।
সমিতি আরও জানিয়েছে, গ্যাস সরবরাহ স্বল্পতার কারণে বিদ্যমান শিল্প ইউনিটগুলো ১০০ শতাংশ উত্পাদন করতে সক্ষম হচ্ছে না এবং দেশে নতুন বিনিয়োগও হচ্ছে না। এতে করে বেকার সমস্যা প্রকট আকার ধারণ করছে।

No comments

Powered by Blogger.