বিশ্বকাপ ২০১১ সূচি চূড়ান্ত হবে ৯ নভেম্বর

রুপ পর্বের ছয়টি ম্যাচ ও দুটি কোয়ার্টার ফাইনাল—২০১১ বিশ্বকাপে বাংলাদেশে অনুষ্ঠিত হবে এই আটটি ম্যাচ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিই হওয়ার কথা এখানে। অনিশ্চয়তা কেবল ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়ে। বাংলাদেশ দল সেটিও নিজেদের মাটিতেই খেলবে কি না, তা নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মর্জির ওপর। আগামী ৯ নভেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠেয় কেন্দ্রীয় আয়োজক কমিটির সভায় বিশ্বকাপ সূচি চূড়ান্ত হওয়ার কথা।
তবে বাংলাদেশের ইচ্ছায় বাদ সাধতে পারে পাকিস্তান। ২০১১ বিশ্বকাপে ভারতে কোনো ম্যাচ খেলতে চায় না তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের ম্যাচগুলো বিশ্বকাপের অন্য দুই আয়োজক বাংলাদেশ বা শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ জানিয়েছে আইসিসির কাছে। পাকিস্তানের দৈনিক দ্য নেশন-এর খবর, আইসিসির সাম্প্রতিক বোর্ড সভায় এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছেন পিসিবি প্রধান ইজাজ বাট। দ্য নেশন লিখেছে, ‘দুই দেশের শীতল সম্পর্কের ব্যাপারে আইসিসিও সতর্ক এবং তারা কোনো ঝুঁকি নিতে চায় না। পাকিস্তান এ রকম আভাসও দিয়েছে যে, ভারতের চেয়ে বাংলাদেশ আর শ্রীলঙ্কাতে খেলতেই বেশি স্বস্তি বোধ করবে তারা।’
কিন্তু পাকিস্তান ‘এ’ গ্রুপে বলে তাদের ম্যাচ বাংলাদেশে হওয়া মানে তো বাংলাদেশের ম্যাচ হবে ভারত বা শ্রীলঙ্কায়! বিসিবির সিনিয়র সহসভাপতি ও সিওসির সম্পাদক মাহবুবল আনাম অবশ্য বলছেন, ‘৯ নভেম্বর ফিকশ্চার ঘোষণার আগে কিছুই চূড়ান্ত নয়।’

No comments

Powered by Blogger.