কোয়ার্টার ফাইনাল শুরু আজ থেকে
৫ দিনের বৃষ্টিবিরতি শেষ, সিটিসেল ফেডারেশন কাপ আবার ফিরছে মাঠে। কিছুটা বিশ্রাম পাওয়ায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠটা আগের চেয়ে কিছুটা ভালো।
আজ থেকে টুর্নামেন্টের নকআউট পর্ব অর্থাত্ কোয়ার্টার ফাইনাল। এই পর্বের প্রথম দিনে গতবারের চ্যাম্পিয়ন মোহামেডানের সামনে নারায়ণগঞ্জ শুকতারা। কাল রহমতগঞ্জ-ফেনী সকার ম্যাচ। পরশু সিলেট বিয়ানীবাজার-চট্টগ্রাম আবাহনী। পরদিন সর্বশেষ ম্যাচে আবাহনী সামনে পাবে শেখ রাসেল ক্রীড়াচক্রকে। সবকটি ম্যাচই বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে বিকেল পাঁচটায়।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আবাহনীর চেয়ে মোহামেডান সুবিধাজনক অবস্থানে। তুলনামূলক সহজ তাদের প্রতিপক্ষ। অন্য দুটি কোয়ার্টার ফাইনালে দেখা যাবে সমশক্তির লড়াই। এবার বি-লিগের নতুন তিনটি দলই কোয়ার্টার ফাইনালে উঠেছে, এদে
আজ থেকে টুর্নামেন্টের নকআউট পর্ব অর্থাত্ কোয়ার্টার ফাইনাল। এই পর্বের প্রথম দিনে গতবারের চ্যাম্পিয়ন মোহামেডানের সামনে নারায়ণগঞ্জ শুকতারা। কাল রহমতগঞ্জ-ফেনী সকার ম্যাচ। পরশু সিলেট বিয়ানীবাজার-চট্টগ্রাম আবাহনী। পরদিন সর্বশেষ ম্যাচে আবাহনী সামনে পাবে শেখ রাসেল ক্রীড়াচক্রকে। সবকটি ম্যাচই বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে বিকেল পাঁচটায়।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আবাহনীর চেয়ে মোহামেডান সুবিধাজনক অবস্থানে। তুলনামূলক সহজ তাদের প্রতিপক্ষ। অন্য দুটি কোয়ার্টার ফাইনালে দেখা যাবে সমশক্তির লড়াই। এবার বি-লিগের নতুন তিনটি দলই কোয়ার্টার ফাইনালে উঠেছে, এদে
No comments