বিদেশীদের জন্য বন্ধ হচ্ছে সৌদি শ্রমবাজার
বর্তমানে
সৌদি আরবে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১২ লাখ ৩৭ হাজার ৮১ জন। তার মধ্যে ১১
লাখ ৭৩ হাজার চারশ ৩৫ জন সৌদি আরবের নাগরিক। তাদের মধ্যে সাত লাখ দুই হাজার
একশ ৯৩ জন পুরুষ এবং নারীর সংখ্যা চার লাখ ৭১ হাজার দুইশ ৪২। বাকি ৬৩
হাজার ছয়শ ৪৬ জন বিদেশি নাগরিক।
তাদের মধ্যে ৩২ হাজার তিনশ ৩৬ জন পুরুষ এবং
৩১ হাজার তিনশ ১০ জন নারী। নতুন করে আর বিদেশি নাগরিকদের সরকারি চাকরিতে
নিয়োগের কোনো রকম পরিকল্পনা নেই সৌদি সরকারের। ২০২০ সালের মধ্যে নতুন করে
২৮ হাজার জনকে চাকরি দেওয়া হবে। তবে তাদের মধ্যে বিদেশি নিয়োগের ব্যাপারে
কোনো উল্লেখ নেই। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে,
সৌদি আরবে দক্ষ লোক নিয়োগ দেওয়া হয় বাইরের দেশের। বিশেষ করে
চিকিৎসাক্ষেত্রে বিদেশি দক্ষ লোককে নিয়োগ দেওয়া হয়। তবে বর্তমানে সৌদি
আরবের তরুণরা চিকিৎসা ক্ষেত্রেও বেশ অভিজ্ঞ। অন্যান্য খাতেও একই অবস্থা।
আপাতত বিদেশি নাগরিকদের সৌদিতে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেই।
No comments