ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি নিহত
জেরুজালেমকে
ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে আরব বিশ্বকে ফের সহিংসতার মধ্যে ফেলে
দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের
মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। শুক্রবার গাজা সীমান্তের কাছে ইসরায়েলি সেনার
গুলিতে এক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এতে গোটা ফিলিস্তিন জুড়ে বিক্ষোভ
ছড়িয়ে পড়েছে বলে বিবিসি ও এএফপির খবরে জানানো হয়েছে। এদিকে আল জাজিরার খবরে
বলা হয়েছে, ওয়েস্ট ব্যাংকের পরিস্থিতি খুবই উদ্বেগ জনক৷ এখানে ইজরায়েলি
সেনা ও পুলিশের সঙ্গে সরাসরি হাতাহাতি চলছে বিক্ষোভকারী ফিলিস্তিনীয়দের৷
জেরুজালেমের রাস্তায় রাস্তায় চলছে বিক্ষোভ৷ স্বাধীনতাকামী সংগঠন- হামাসের
ডাকে শুক্রবার ফিলিস্তিনজুড়ে পালিত হয় ‘ডে অব রেজ’ বা ‘ক্রোধ প্রকাশের
দিন’। গাজা ও পশ্চিম তীরে পালিত হয় ‘ডে অব রেজ’। কর্মসূচি উপলক্ষে পবিত্র
আল-আকসা মসজিদে জুম্মার নামাজের পর উত্তেজনা বাড়তে থাকে। তবে আগে থেকেই
নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়িয়েছে ইসরাইল। বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্প ঘোষণা করেন জেরুজালেম শহরে মার্কিন দূতাবাস স্থানান্তর করা হবে৷
পাশাপাশি ইজরায়েলের রাজধানী হিসেবে এই শহরকে স্বীকৃতি দিয়েছেন৷ এর জেরেই
ক্ষুব্ধ হয়ে উঠছে সমগ্র মুসলিম বিশ্ব৷ আরব দুনিয়া ও পশ্চিম এশিয়ার
পাশাপাশি আন্তর্জাতিক মহলেও তীব্র সমালোচিত হচ্ছে ট্রাম্পের জেরুজালেম
নীতি৷ সশস্ত্র সংগঠন হামাস যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে তীব্র গণ অভ্যুত্থানের
ডাক দিয়েছে৷
No comments