যুক্তরাষ্ট্রে বিদ্যালয়ে বন্দুক হামলায় দুই কিশোরসহ নিহত ৩
যুক্তরাষ্ট্রের
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিউ মেক্সিকো রাজ্যে একটি উচ্চ বিদ্যালয়ে বন্দুক
হামলায় দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় হামলাকারীও নিহত হয় বলে দেশটির পুলিশ
জানিয়েছে। বৃহস্পতিবার আজটেক উচ্চ বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। খবর
এএফপি’র। নিউ মেক্সিকো রাজ্য পুলিশ টুইটারে জানায়, আজটেক উচ্চ বিদ্যালয়ে এ
বন্দুক হামলার ঘটনা ঘটে। নাভাজো উপজাতি অঞ্চলের কাছের এলাকা আলবুকুয়েরকুর
প্রায় ৩শ’ কিলোমিটার উত্তরপশ্চিমের ছোট শহর আজটেকে এ বিদ্যালয় অবস্থিত।
হামলাকারী ও নিহত দুই কিশোরের পরিচয় প্রকাশ করা হয়নি। গরেট পার্কার নামের
ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থী স্থানীয় টেলিভিশন চ্যানেল কোয়াটকে (কেওএটি)
বলেন, হামলার ঘটনায় সে স্তব্ধ হয়ে পড়ে। পার্কার জানান, তার ইতিহাস ক্লাসের
সময় গুলি শুরু হয়। এসময় শিক্ষক শ্রেণি কক্ষের দরজা বন্ধ করে দেন এবং
শিক্ষার্থীরা ওই কক্ষের এক কোণায় লুকিয়ে পড়ে। পার্কার বলেন, ‘কিছুক্ষণ পর
আমরা বেরিয়ে দরজার সামনেই একজনকে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখি।’ এ ঘটনায়
আজটেক উচ্চ বিদ্যালয় ঘেরাও করে সেখানে তল্লাশি অভিযান চালিয়ে শিক্ষার্থীদের
নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এসময় পার্শ্ববর্তী অনেক শিক্ষা প্রতিষ্ঠানও
বন্ধ করে দেয়া হয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এ বছর বিভিন্ন বন্দুক হামলায় ৩
হাজার ৭শ’ শিশু ও কিশোর নিহত বা আহত হয়েছে।
No comments