জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi586lFo8ZwV2YgoEkX-Z57p7fUEZ9YTk9_Vb1IeK7WCOCYvxkVDChy2m82ikRLA-WPOdCISNUls2IogA4o5HydMzgd3YmxqSYFMqBfFIiGiNYbs0yNp7u8q9P76AYzzb2rJFtVj-r2arA/s400/41.jpg)
বিএনপির
চেয়ারপারসন খালেদা জিয়া স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। বিএনপির
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, কাল
রোববার রাতে গুলশান কার্যালয়ে ওই বৈঠক হবে। বৈঠকে বর্তমান সাংগঠনিক অবস্থা ও
রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে
সহায়ক সরকার ও বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ এবং মেয়র আনিসুল হকের
মৃত্যুতে সম্ভাব্য ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে
দলীয় সূত্রে জানা গেছে।
No comments