'ভারতের কাছে পাত্তা পাবে না পাকিস্তান'
নানা নাটকীয়তার পর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান। আগামীকাল রোববার বাংলাদেশ সময় সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। ফাইনাল নিয়ে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছেন, বিরাট কোহলি বাহিনী অনেক এগিয়ে আছে। পাত্তা পাবে না পাকিস্তান। তিনি বলেন, 'আসলে খুব বেশি পরিশ্রম করে না করলে ভারতের বিপক্ষে কোন চান্স নেই পাকিস্তান দলের।' গাঙ্গুলি বলেন, 'শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা কিংবা ইংল্যান্ডের সাথে আমি যে পাকিস্তানকে দেখেছি সে দলকে আসলে ভারতের সাথে পাওয়া যায় না।
এক দিন বা এক ম্যাচের তফাতে একটা দল এত পরিবর্তন হয় কি করে আমি বুঝি না।' তার মতে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ এর ফাইনাল হবে একপেশে। গ্রুপ পর্বের ভারত পাকিস্তান ম্যাচের মতই হেসেখেলে জিতে যাবে টিম ইন্ডিয়া। তিনি আরো বলেন, 'ভারত-পাকিস্তান থেকে অনেক এগিয়ে আছে। তাদের আসলে কোন ফাঁকফোকর নেই। নেই কোন দুর্বলতা। টুর্নামেন্টে তার চমৎকার ফর্মে আছে। তাদের আসলে আগে বলা হতো ভালো ব্যাটিং লাইনআপ আছে কিন্তু ফাস্ট বোলিং বাজে। কিন্তু এখন তাদের ফাস্ট বোলিং খুবই ভালো হচ্ছে।' ভারতের সাবেক এ অধিনায়ক বলেন, 'আমার মনে হয় ভারত-পাকিস্তান ফাইনাল গ্রুপ পর্বের মতই হবে। আসলে আমি একটি উত্তেজনাকর ফাইনাল দেখতে চাই। কারণ এম ট্রফির ফাইনালের লড়াই হোক এটাই সবাই চায়। আশাকরি পাকিস্তান ভালো খেলবে।'
No comments