কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ছয় পুলিশ নিহত
ভারতের জম্মু-কাশ্মীরে একটি চৌকিতে বন্দুকধারীদের হামলায় পুলিশের ছয় সদস্য নিহত হয়েছে। শুক্রবার সকালে এই হামলা হয় বলে জানিয়েছে এনডিটিভি। পাকিস্তানভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়বা হামলার দায় স্বীকার করেছে। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সংগঠনটির এক সদস্য নিহত হওয়ার প্রতিবাদে এই হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলার পর পুলিশের এলোপাতাড়ি গুলিতে এক কিশোরসহ দু'জন বেসামরিক নাগরিক নিহত হয়। পুলিশের দাবি, হামলার পর জড়ো হওয়া জনতার মধ্যে ওই দু'জনও ছিল।
তারা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারার পাশাপাশি সন্ত্রাসীদের পালিয়ে যেতে সহায়তা করছিল। এদিকে হামলায় নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা, স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও একজন উপপরিদর্শক রয়েছেন। নিহত পুলিশ সদস্য ফিরোজ আহমেদ দার ও শাবির আহমেদ দার নামের দু'জনের পরিচয় জানা গেছে। মুখমণ্ডল লক্ষ্য করে গুলি চালানোয় বাকিদের শনাক্ত করা যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, আকস্মিক এই হামলায় পুলিশ সদস্যরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। তাঁরা কিছু বুঝে ওঠার আগেই একে এক ঝরতে থাকে প্রাণ। ধাক্কা সামলে প্রতিরোধ শুরু করতেই বন্দুকধারীরা পুলিশের গাড়ি নিয়ে গুলি ছুড়তে ছুড়তে চলে যায়।
No comments