দুই জাহাজের সংঘর্ষ : যুক্তরাষ্ট্রের ৭ নৌ-সদস্য নিখোঁজ
যুক্তরাষ্ট্রের নৌ-বাহিনীর জাহাজের সঙ্গে ফিলিপাইনের পতাকাধারী একটি মালবাহী জাহাজের সংঘর্ষে ৭ নৌ ক্রু নিখোঁজ হয়েছে।খবর বিবিস,রয়টার্স্। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে জাপান উপকূলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ ইউএসএস ফিৎজারঅল্ড ও ফিলিপাইনের পতাকাধারী কন্টেইনারবাহী জাহাজ এসিএক্স ক্রিস্টালের সঙ্গে এ সংঘর্ষ ঘটে। যুক্তরাষ্ট্রের প্রধান এ্যাডমিরাল জন রিচার্ডসন বলেছেন, আমরা এখন হারানো ক্রুদের সন্ধান ও তাদের পরিবার নিয়ে ব্যস্ত আছি।কি ঘটেছে খুব শিগগরিই বিস্তারিত প্রকাশ করা হবে।' সংঘর্ষে যুক্তরাষ্ট্রের জাহাজের কমান্ডার ব্রেইস বেনসন আহত হলে তাকে হেলিকপ্টারে করে হাসাপাতালে নেয়া হয়।তিনি বর্তমানে জাপানের ইয়োকোশুকা শহরে যুক্তরাষ্ট্রের নৌ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জাপানের ইয়োকোশুকো শহরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ১০৩ কিলোমিটার দূরে অত্যন্ত ব্যস্ত এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ ইউএসএস ফিৎজারঅল্ড অত্যান্ত আধুনিক এবং এতে সর্বাধুনিক রাডার ব্যবস্থা রয়েছে। কিন্তু ৭০০ ফিট লম্বা কনটেইটারবাহী জাহাজ কেন রাডারে শনাক্ত করতে পারেনি বা কর্মকর্তারা কেন শনাক্ত করতে ব্যর্থ হয় তা নিশ্চিত করে এখনো কিছু জানা যায়নি। কোস্ট গার্ড সুত্রে বিবিসি জানিয়েছে, এসিএক্স ক্রিস্টাল জাহাজটি ফিলিপাইনের পতাকা লাগানো ছিল। জাহাজটি এতে প্রায় ৩০ হাজার টন মাল বহন করছিল।
No comments