ঈদে ভাবনার বিপরীতে জাহিদ হাসান ও ফারহানা মিলি
প্রতি ঈদেই ব্যতিক্রমী গল্পের নাটক নিয়ে হাজির হন জাহিদ হাসান। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ঈদের একাধিক নাটকে অভিনয় করছেন এ তারকা। তার ধারাবাহিকতায় অভিনয় করলেন ‘ভাবনার বিপরীতে’ শিরোনামের একটি নাটকে। এটি নির্মাণ করেছেন গোলাম মুক্তাদির। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করেছেন ফারহানা মিলি। নাটকটির গল্পে দেখা যাবে, রাশেদ ও আজরার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর আজরা রাশেদকে নিয়ে ভীষণ ভয়ে ভয়ে থাকে। এরই মধ্যে একদিন আজরার পুরনো প্রেমিকের সঙ্গে দেখা হয় রাশেদ ও আজরার।
এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘এতে অভিনয় করে খুবই ভালো লেগেছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ ফারহানা মিলি বলেন, ‘জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ সবসময়ই বেশ উপভোগ্য হয়ে উঠে। নানা ধরনের গল্পের মধ্যদিয়ে কখন যে কাজ হয়ে যায় বোঝার উপায় নেই। তিনি অনেক গুণী একজন অভিনেতা। কিন্তু দারুণ সহযোগিতা পরায়ণ। এমন একজন অভিনেতার সঙ্গে কাজ করলে অভিনয় সম্পর্কে আরও নানা কিছু জানারও সুযোগ থাকে।’ নাটকটি ঈদে যে কোনো একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।
No comments