কাশ্মিরে লস্করের শীর্ষ কমান্ডারসহ নিহত ৩
ভারত শাসিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে লস্কর-ই-তৈয়বার (এলইটি) শীর্ষ কমান্ডার জুনায়েদ মাত্তো নিহত হয়েছেন। শুক্রবারের এই বন্দুকযুদ্ধে এলইটি'র আরো দু'জন নিহত হয়েছেন। শনিবার পুলিশ একথা জানিয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রায় ৪৬ কিলোমিটার দক্ষিণে অনন্তনাগ জেলার আরওয়ানি গ্রামে এলইটি ও সরকারি বাহিনীর সদস্যদের মধ্যে এ সংঘর্ষে ঘটে।
No comments