১৭ বছর পর গলে ওয়ানডে ক্রিকেট
চলতি মাসের শেষের জিম্বাবুয়ে সফরে প্রায় ১৭ বছর পরে গল আন্তর্জাতি ক্রিকেট স্টেডিয়ামে ফিরছে ওয়ানডে ক্রিকেট। আগামী ৩০ জুন থেকে শুরু হওয়া এই সফরে জিম্বাবুয়ে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে। এরপর পরই রয়েছে একটি টেস্ট ম্যাচ। ১৫ বছর পরে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে। সিরিজের প্রথম দুটি ওয়ানডে গলে অনুষ্ঠিত হবে। এছাড়া বাকি তিনটি ম্যাচ সুরিয়াভিয়ার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২০১৫ সালে জানুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসের বিদায় উপলক্ষ্যে এই স্টেডিয়ামে নামকরণ করা হয়েছিল। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্¦কাপ উপলক্ষে এই স্টেডিয়াম নির্মাণ করা হয়। এছাড়া ২০১২ সালের টি২০ বিশ^কাপেরও ম্যাচ এখানে আয়োজিত হয়েছে। সর্বশেষ ২০১৫ সালে জুলাইতে পাকিস্তানের বিপক্ষে এখানে ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সম্পর্কে শ্রীলংকা ক্রিকেটের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে এই স্টেডিয়ামের সংষ্কার করা হয়েছে। এখানে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।’ সিরিজের প্রতিটি ম্যাচই দিবা-রাত্রির। গলে নিয়মিতভাবে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হলেও সীমিত ওভারের ম্যাচে দর্শক আকৃষ্ঠ করতে না পারায় এতদিন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়নি। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পরে একমাত্র টেস্ট ম্যাচটি ১৪ জুলাই কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে।
সূচি :
৩০ জুন : প্রথম ওয়ানডে, গল
২ জুলাই : দ্বিতীয় ওয়ানডে, গল
৬ জুলাই : তৃতীয় ওয়ানডে, সুরিয়াভিয়া
৮ জুলাই : চতুর্থ ওয়ানডে, সুরিয়াভিয়া
১০ জুলাই : পঞ্চম ওয়ানডে, সুরিয়াভিয়া
১৪-১৮ জুলাই : একমাত্র টেস্ট, আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
সূচি :
৩০ জুন : প্রথম ওয়ানডে, গল
২ জুলাই : দ্বিতীয় ওয়ানডে, গল
৬ জুলাই : তৃতীয় ওয়ানডে, সুরিয়াভিয়া
৮ জুলাই : চতুর্থ ওয়ানডে, সুরিয়াভিয়া
১০ জুলাই : পঞ্চম ওয়ানডে, সুরিয়াভিয়া
১৪-১৮ জুলাই : একমাত্র টেস্ট, আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
No comments