মার্কিন রণতরীর সাথে বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ, নিখোঁজ ৭ সেনা
জাপান উপকূলে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজের সাথে ফিলিপাইনের একটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ হয়েছে। অনেকে আহত হয়েছেন। এতে নিখোঁজ রয়েছেন সাত সেনা সদস্য। প্রেস টিভি এ খবর জানিয়েছে। মার্কিন নৌবাহিনী শুক্রবার জানিয়েছে, স্থানীয় সময় ভোর রাত ২টা ৩০ মিনিটে বন্দরনগরী ইয়োকোসুকা থেকে ১০৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ ঘটনা ঘটে।
টুইটারে নৌবাহিনীর সপ্তম নৌবহর জানিয়েছে, 'ইউএসএস ফিটজেরাল্ড ফিলিপাইনের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এসিএক্স ক্রিস্টালের সাথে সংঘর্ষ হয়। জাপানের কোস্টগার্ড ঘটনাস্থলে আছে।' এ ঘটনার পর আহত মার্কিন সেনা কর্মকর্তা ও নাবিককে জাপান কোস্টগার্ড হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে গেছে। জাপানের এনএইচকে টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় সাতজন মার্কিন সেনা নিখোঁজ রয়েছেন।
No comments