বৃদ্ধাশ্রমে চিত্রনায়িকা রোজিনা
সম্প্রতি গাজীপুরের একটি বৃদ্ধাশ্রমে গিয়েছিলেন চিত্রনায়িকা রোজিনা। সেখানে বসবাসরত বৃদ্ধদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন তিনি। বাংলাদেশ টেলিভিশনে ঈদের বিশেষ অনুষ্ঠান 'সায়াহ্নের শিশু' শিরোনামের একটি অনুষ্ঠানের জন্য বৃদ্ধাশ্রমে গিয়েছিলেন রোজিনা। সেখানে গিয়ে অনুভূতিতে নাড়া পড়েছে তার।যুগান্তরকে জানিয়েছেন সে আবেগ মিশ্রিত কথা। তিনি বলেন, 'অনুষ্ঠানটির কল্যাণে বৃদ্ধাশ্রমে গিয়ে জীবনকে নতুনভাবে অনুভব করলাম। অনেক বেশি খারাপও লেগেছে।
ওখানে যারা আছেন তাদের সবারই পরিবার আছে এবং পরিবারের সবাই একসঙ্গে থাকেন। শুধু মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন। অথচ তারা একবারও ভাবেন না, তারা যখন ছোট ছিলেন তখন মা-বাবা কত আদর করে মানুষ করেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি এমন সন্তান যেন কোনো মায়ের গর্ভে না জন্মে।' রোজিনা আরও বলেন, 'একটি অনুষ্ঠানের মাধ্যমে বৃদ্ধাশ্রমের মানুষদের সঙ্গে পরিচয় হলেও সেখানে থাকা মানুষদের সঙ্গে আমার সুন্দর একটা সম্পর্ক হয়েছে। ঈদের পর আবারও আমি তাদের সঙ্গে দেখা করব, মাঝে মধ্যেই সময় কাটাব। সমাজের সবাইকে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাব। আসুন আমরা সবাই এর প্রতিবাদ করি, যেন কোনো বাবা-মাকে বৃদ্ধাশ্রমে আসতে না হয়।' উল্লেখ্য, আপাতত কোনো চলচ্চিত্রে না দেখা গেলেও এবারের ঈদের জন্য একটি নাটকে অভিনয় করেছেন রোজিনা। পাশাপাশি ঈদ কেন্দ্রিক বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাবে তাকে।
No comments