'সুযোগ হাতছাড়া করা হতাশার'
চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে ফাইনালে উঠার সুযোগ হাতছাড়া করা হতাশার বলে মন্তব্য করেছেন অধিনায়ক মাশরাফি মর্তুজা। বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আজ সকাল পৌঁনে ১০টার দিকে বাংলাদেশ ক্রিকেটারদের বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে নেমে মাশরাফি সাংবাদিকদের বলেন, ‘সেমিফাইনালে উঠেছি, অবশ্যই ভালো লেগেছে। আমরা বড় সুযোগ পেয়েছিলাম, সেটা কাজে লাগাতে না পারাটা আমাদের জন্য হতাশার।’
তিনি বলেন, ‘সেমিফাইনালে ওঠা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমরা বড় সুযোগও হাতছাড়া করেছি। তবে পরবর্তীতে আরো অনেক বড় সুযোগ আসবে, যেটা আমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারব।’ সেমিফাইনালে ভারতের বিপক্ষে হারের প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমাদের বোলার ও ব্যাটসম্যানরা যদি নিজেদের কাজটা করতে পারত, তাহলে হয়তো সাফল্যটা আমরা পেতেও পারতাম।’ তবে হেরে আসার অভিজ্ঞতা পরবর্তী সিরিজগুলোতে কাজে দেবে বলেও মন্তব্য করেন মাশরাফি।
No comments