এলো গুগল ক্রোমের নতুন আপডেট
ব্যবহারকারীদের জন্য নতুন সংস্করণ নিয়ে হাজির হল গুগল ক্রোম। নতুন উইজেট, নিরাপত্তা আপডেট ও অনেক এপিআইয়ের উন্নতি সাধন করা হয়েছে এতে। প্রতিষ্ঠানটি এক ব্লগপোস্টে গুগল ক্রোমের নতুন আপডেট সম্পর্কে জানায়। অ্যান্ড্রয়েড, ক্রোম ওএস, লিনাক্স, ম্যাক ও উইন্ডোজ ব্যবহারকারীরা নতুন সংস্করণটি ব্যবহার করতে পারবেন। যুক্ত হওয়া নতুন সার্চ উইজেটটি ব্যবহার করে হোমস্ক্রিন থেকে ব্যবহারকারীরা সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করতে পারবেন। চাইলে হোম উইজেটের সাইজ সহজেই পরিবর্তন করে নিতে পারবেন ব্যবহারকারীরা। নতুন সংস্করণে ওয়েব ব্রাউজ ও গুগল সার্চ করা করা যাবে আরও দ্রুত। এতে নতুন পেমেন্ট ও পাসওয়ার্ড এপিআই যুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে ডেস্কটপ ব্যবহারকারীরা পেমেন্ট রিকুয়েস্ট এপিআই ব্যবহার করতে পারবেন। এ ছাড়া পেইন্ট টাইমিং এপিআই, সিএসএস ফ্রন্ট-ডিসপে্ল এপিআইয়ের যথষ্টে আপডেট করা হয়েছে সংস্করণটিতে। গুগল ব্লগ অবলম্বনে
No comments