পুলিশ-মাদক ব্যবসায়ী 'বন্দুকযুদ্ধে' নিহত ১
পাবনার ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের 'বন্দুকযদ্ধে' আলিয়া ভুলু (৪১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোর সোয়া ৫টার দিকে উপজেলা শহরের পাকশী পেপার মিলের পার্শবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিয়া ভুলু শহরের ফতে মোহাম্মদপুর এলাকা বাসিন্দা। পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পাকশী এলাকায় টহলে যায় পুলিশ।
এসময় মাদক ব্যবসায়ীদের উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া করে পুলিশ। এতে তারা ককটেল নিক্ষেপ করলে পুলিশ গুলি চালায়। মাদক ব্যবসায়ীরাও গুলি চালায়। এ সময় আলিয়া ভুলুর পায়ে ৩টি গুলি লাগলে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার জানান, লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য পাবনা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
No comments