স্পেন-বাংলা প্রেসক্লাবের ইফতার
স্পেন বাংলা প্রেসক্লাবের উদ্যোগে মাদ্রিদে ইফতার অনুষ্ঠিত হয়েছে। মাদ্রিদের বাঙালি অধ্যুষিত এলাকা লাভাপিয়েসে মাতৃভূমি রেস্তোরাঁয় গত ১৪ জুন বুধবার এ ইফতার আয়োজন করা হয়। ইফতারে প্রেসক্লাবের সদস্যরা ছাড়াও বাংলাদেশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেোরা উপস্থিত ছিলেন। ইফতারপূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন স্পেন-বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ। আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি জামাল উদ্দিন, সিনিয়র সহসভাপতি কাজী এনায়েতুল করিম, আওয়ামী লীগের স্পেন শাখার নেতা দুলাল সাফা, একুশে সম্পাদক শাহ জামাল আহমেদ, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, সাঈদ মিয়া এবং প্রেসক্লাবের উপদেষ্টা মিনহাজুল আলম, সহসভাপতি জাহিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আলম, ক্রীড়া সম্পাদক জাফরুল ইসলাম, সদস্য কবির আলম মাহমদু ও সাইফুল আমিন। মাহফিলে উল্লেখযোগ্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবদুর রহমান, হবিগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, সাইদ মিয়া, জাকির হোসেন, কুমিল্লা সমিতির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক কাজী স্বপন, নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম, সিলেট দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুর রহমান, আফজাল হোসেন, দিদারুল আলম, ব্যবসায়ী নাহিদ আনোয়ারুল, জাহাঙ্গীর মিয়া, ইদ্রিস মিয়া, কামাল হোসেইন প্রমুখ। এ ছাড়া আরও ছিলেন বিএনপির স্পেন শাখার নেতা সোহেল আহমেদ, আওয়ামী লীগের স্পেন শাখার নেতা আমান উল্লাহ ও সায়েম সরকার প্রমুখ। ইফতার পরবর্তী সভায় আসন্ন ঈদের প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার।
No comments