জার্মানির সাবেক চ্যান্সেলর হেলমুটে চির বিদায়
জার্মানির সাবেক চ্যান্সেলর হেলমুট কোল মৃত্যু বরণ করেছেন। স্থানীয় সময় শুক্রবার জার্মানির রিহিনেল্যান্ড-প্যালাটিনেট প্রদেশের লুডিইগশ্যাফেন শহরে মৃত্যু হয় কোলের। কোলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউরোপীয় কমিশনের প্রধান জিন ক্লাউডি। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে তাঁর পক্ষ থেকে।
১৯৮২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন কোল। পূর্ব ও পশ্চিম জার্মানি একত্রীকরণের পেছনে প্রধান ভূমিকা পালন করেন তিনি এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিঁতেরার সঙ্গে হাত মিলিয়ে তিনি ইউরোপে ইউরো মুদ্রার প্রচলন করেন। হেলমুট কোল ১৯৩০ সালের ৩ এপ্রিল লুডিইগশ্যাফেন শহরে জন্মগ্রহণ করেন।মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর
No comments