পুলিশ কর্মকর্তার বাড়িতে মিলল ৪০০ কোটি রুপি!
পুলিশে যোগ দিয়েছিলেন কনস্টেবল হিসেবে। এরপর দফায় দফায় পদোন্নতি পেয়ে বর্তমানে ডিএসপি। এরপর অবসর নিয়ে কাজ করছেন পুলিশেরই উপদেষ্টা হিসেবে। পেয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কারও। আর তার বাড়িতেই কিনা মিলল ৪০০ কোটি রুপি! সম্প্রতি নাগাল্যান্ড পুলিশের অবসরপ্রাপ্ত পুলিশকর্তা তথা বর্তমান পরিবহন উপদেষ্টা এমকে রাজেন্দ্র পিল্লাইয়ের কোচির বাড়ি ও দফতরে তল্লাশি চালিয়ে জ্ঞাতআয়বহির্ভূত এই ৪০০ কোটি রুপি উদ্ধার করে আয়কর দফতরের গোয়েন্দা শাখা। গোয়েন্দা দফতর থেকে জানানো হয়েছে, ১৯৭১ সালে নাগাল্যান্ডের মককচং জেলায় কনস্টেবল হিসেবে কাজ যোগ দেন পিল্লাই।
২০০৫ সালে রাষ্ট্রপতি পদক পাওয়া পিল্লাই ২০১১ সালে ডিএসপি হিসেবে অবসর নেন। এরপর তৈরি করেন শ্রীবালাসাম গ্রুপ নামের ব্যবসায়িক প্রতিষ্ঠান। পাশাপাশি নাগাল্যান্ড পুলিশের পরিবহন বিভাগে উপদেষ্টা পদে এখনও নিযুক্ত তিনি। কিছুদিন আগে ভারতে ৫০০-১০০০ রুপির নোট বাতিলের সময় পিল্লাই ৫০ কোটি রুপির সম্পদের ঘোষণা দেন। একজন ডিএসপির এত সম্পদ সন্দেহে খোঁজ নেয় আয়কর দফতর। গোপন তদন্তে জানা যায়, পুলিশের তেমন বড় কর্মকর্তা না হলেও সরকারের উঁচু পর্যায়ে বেশ ঘনিষ্ঠতা আছে তার।
No comments