সবচেয়ে দ্রুতগতির যুদ্ধযান তৈরি করছে চীন
চীন বিশ্বের সবচেয়ে দ্রুতগামী উভচর সাঁজোয়া যুদ্ধযান তৈরি করছে। শান্ত পানিতে এটি ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। বিশ্বে নানা ধরণের সাঁজোয়া যুদ্ধযান থাকলেও সেগুলো খুবই ধীর গতির। নর্থ চায়না ইন্সটিটিউট অব ভেহিকেল রিসার্চ তৈরি করেছে এ সাঁজোয়া যুদ্ধযান বা এএফভি।
এটি শান্ত পানিতে ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। এএফভিকে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির উভচর যান হিসেবে ধরা হয়েছে। মার্কিন মেরিন বাহিনী যে ধরণের উভচর যান ব্যবহার করে তার সর্বোচ্চ গতি ঘণ্টায় মাত্র নয় কিলোমিটার। পানির সংঘর্ষ কমাতে এএফভি’কে ভি আকারে তৈরি করা হয়েছে এবং পানিতে চলার সময় এর চাকা শরীরের সাথে ভাঁজ হয়ে সেটে থাকে। ওজনের দিক থেকেও এটি তুলনামূলক ভাবে হালকা। এর ওজন মাত্র সাড়ে পাঁচ টন।
No comments