দেশে চামড়া উৎপাদন বৃদ্ধি পেয়েছে : প্রাণীসম্পদ মন্ত্রী
মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, বিগত ৩ বছরে দেশে ১৩ দশমিক ১৬ শতাংশ চামড়া উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তিনি আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য মো: আবুল কালামের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, ২০১৫-১৬ অর্থবছরে দেশে চামড়া উৎপাদন হয়েছে ১ কোটি ৭০ লাখ ৩ হাজার ৪০৭ পিস, ২০১৪-১৫ অর্থবছরে চামড়া উৎপাদন ছিল ১ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৬০২ পিস এবং ২০১৩-১৪ অর্থবছরে চামড়া উৎপাদন ছিল ১ কোটি ৫০ লাখ ২৫ হাজার ৪১ পিস। সরকারি দলের সদস্য দিলারা বেগমের অপর এক প্রশ্নের জবাবে মোহাম্মদ ছায়েদুল হক বলেন, ২০০৮-০৯ অর্থবছরে দেশে জনপ্রতি দৈনিক দুধের প্রাপ্যতা ছিল গড়ে ৪৩ দশমিক ৩৫ মিলিলিটার, ২০১৫-১৬ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ১২৫ দশমিক ৫৯ মিলিলিটার। সরকারি দলের সদস্য পিনু খানের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রতিদিন ১ কোটি ৯৯ লাখ ৩১ হাজার ৫০৭ লিটার দুধ এবং ৩ কোটি ২৬ লাখ ৩৬ হাজার ৭১৩ টি ডিম উৎপাদিত হয়। তিনি বলেন, সারাদেশে প্রতিদিন দুধের চাহিদা ৪ কোটি ২ লাখ ৪৯ হাজার ৩১৫ লিটার এবং ডিমের চাহিদা ৪ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ৯৭৩টি। সারাদেশে প্রতিদিন দুধের ঘাটতির পরিমান ২ কোটি ৩ লাখ ১৭ হাজার ৮০৮ লিটার এবং ডিমের ঘাটতির পরিমান ১ কোটি ৩২ লাখ ৩৭ হাজার ২৬০টি।
No comments