অভিযানকালে দুই নারীসহ ৯ কাস্টমস কর্মকর্তার ওপর হামলা
কুমিল্লার লাকসামে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন কাস্টমসের ৯ কর্মকর্তা। এদের মধ্যে দুই নারী কর্মকর্তা ছিলেন। সোমবার বিকালে লাকসাম পৌর এলাকার ফায়ার সার্ভিস সংলগ্ন রাসেল স্টোর নামের এক প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে। হামলার শিকার জেলা কাস্টমস রেভিনিউ অফিসার শরমিস্তা রায় জানান, রাসেল স্টোরে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মসলা মজুদ রয়েছে বলে গোপন সংবাদে জানতে পারি। এ তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাতে গেলে ওই প্রতিষ্ঠানের মালিকের ছেলে রাসেল ও তার লোকজন আমাদের ওপর হামলা চালায়। তিনি বলেন, আমরা সবাই আমাদের আইডি কার্ড (পরিচয়পত্র) দেখানোর পরও আমাদের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। আমাদের মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ব্যাপারে রাসেল বলেন, ওইদিন বিকালে কাস্টমস কর্মকর্তারা আমার গুদামে অভিযান চালাতে এলে সন্দেহ হলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। গুদামে রাখা মালামালগুলো জব্দ করার কথা বললে তাদেরকে ভুয়া কাস্টমস কর্মকর্তা সন্দেহে আটক করে পুলিশকে খবর দেই। পুলিশ এসে তাদেরকে থানা নিয়ে যায়।
No comments