রাশিয়ায় দুর্নীতিবিরোধী বিক্ষোভের ডাক
রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে ফের গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রাজধানী মস্কোতে সোমবার তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে নাভালনির স্ত্রী। মস্কোয় অননুমোদিত দুর্নীতিবিরোধী বিক্ষোভের ডাক দেয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনি এক টুইট বার্তায় বলেন, আমাদের বাসার সামনে থেকে অ্যালেক্সাই আটক হয়েছেন। তবে আমাদের বিক্ষোভ পরিকল্পনার কোনো পরিবর্তন হবে না। বিবিসি জানায়, সারা দেশে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। ভ্লাদিভস্টক শহরে ১০ জন, ব্লাগোভেশছেঙ্কে ৪ এবং কাজানের অন্তত ১ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। প্রভাবশালী অধিকারকর্মী ড্যানিল কেন বলেন, সোমবার সেন্ট পিটার্সবার্গের বাসা থেকে তিনি আটক হন। চাম্প দি মার্স স্কয়ারে বিক্ষোভ র্যালিতে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি এক টুইট বার্তায় বলেন, দয়া করে আমার জন্য বিক্ষোভে এসো! সোমবার আরও পরের দিকে মস্কোর কেন্দ্রে বিক্ষোভে অংশ নেয়ার কথা ছিল নাভালনির। প্রথমে শাখারোভা এভিনিউয়ে র্যালি করার জন্য অনুমতি দেন তিনি।
তবে সরকারদলীয় সমর্থকদের পাল্টা বিক্ষোভের জেরে ক্রেমলিনের পাশে ভার্সকায়া স্ট্রিটে বিক্ষোভ করার সিদ্ধান্ত নেয়া হয়। এ বিক্ষোভের জন্য রাশিয়ায় ১৬৯টি স্থানে র্যালি করার অনুমতি পান নাভালনি। তবে সেন্ট পিটার্সবার্গ ও মস্কোয় সমাবেশ করার অনুমতি পাননি তিনি। এর আগে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে নামেন রাশিযার হাজারও মানুষ। নাভালনির দল এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। ৫ বছরের মধ্যে রাশিয়ায় এটিই সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ। নাভালনির দাবি, রাশিয়ার ৯৯ টি শহরে বিক্ষোভ হয়েছে। সেগুলোর মধ্যে ৭৭টিতেই স্থানীয় প্রশাসন বিক্ষোভ মিছিল আয়োজনের অনুমতি দেয়নি। ওই বিক্ষোভে নাভালনি যোগ দিলে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ছেড়ে দেয়া হয়। ২০১৮ সালে রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন নাভালনি। তবে কোনও মামলায় যদি তিনি দোষী সাব্যস্ত হন হবে নির্বাচনে অংশ নিতে পারবেন না।
No comments