কালকিনিতে ব্যবসায়ীর চোখ উপড়ে ফেলার ঘটনায় আটক ৩
পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে মোঃ কবির মৃধা (৪২) নামের এক পান ব্যবসায়ীকে অপহরণের পর দু’চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। পুলিশ খবর পেয়ে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আউলীয়ার চর থেকে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। তিনি খুনেরচর গ্রামের নুরু মৃধার ছেলে। তাকে আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে পুলিশ আজ বৃহস্পতিবার সকালে তিন জনকে আটক করেছেন। বুধবার রাত ১০ টায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, বুধবার রাতে ব্যবসায়িক কাজে বাঁশগাড়ি থেকে রাজধানীর ঢাকায় যাচ্ছিলেন ওই পান ব্যবসায়ী কবির মৃধা। লঞ্চের জন্য শখিপুর এলাকায় অপেক্ষা করছিলেন তিনি। এ সময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে দু’চোখ উপড়ে ফেলে রেখে পালিয়ে যায় তারা। খবর পেয়ে শরিয়তপুরের গোসাইরহাট,
বরিশালের মুলাদী ও মাদারীপুরের কালকিনি থানা পুলিশ তাকে উদ্ধার করে। পরে গুরুতর অবস্থায় প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার সকালে ৩ জনকে আটক করেছে কালকিনি থানা পুলিশ। তবে, স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে পূর্ব শক্রতার জেরে এই ঘটনা হতে পারে বলে ধারনা পুলিশের। কালকিনি থানা পুলিশ মোঃ সাইদুল বিশ্বাসÑ(২৮), জাহাঙ্গীর আকন-(৪১) ও সেলিম হাওলাদার নামের তিনজনকে আটক করেছেন। আহত কবির মৃধা বলেন, বাঁশগাড়ির ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আমার দু’চোখ উৎপাটন করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন এ ঘটনার অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকায় তার অনেক শত্রু রয়েছে। তারা এ ঘটনা ঘটিয়েছেন বলে আমার ধারনা। এ বিষয় আমি জড়িত নই। এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দু বালা বলেন, রাতের আধারে দূর্বৃত্তরা কবির মৃধার চোখ উৎপাটন করেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
No comments