নিখোঁজ সেই তিন ছাত্রীর একজন উদ্ধার
বরিশালের বানারীপাড়া উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ তিন ছাত্রীর একজনকে উদ্ধার করা হয়েছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে বরিশালের রুপাতলী কালিজিরার বস্তি এলাকার সামনের সড়কে নিখোঁজ বৃষ্টি মিস্ত্রিকে খুঁজে পায় তার পরিবারের সদস্যরা। তিন ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, প্রাইভেট পড়তে গিয়ে তিন স্কুলছাত্রী দুদিন ধরে নিখোঁজ। তারা হলো- উপজেলার কুন্দিহার গ্রামের নির্মাণ শ্রমিক মিজানুর রহমানের মেয়ে ও চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার (১২), কুন্দিহার গ্রামের অটোরিকশা চালক হেলাল খানের মেয়ে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী স্বর্ণা আক্তার (১৩) ও একই এলাকার অমল মিস্ত্রীর মেয়ে ও একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বৃষ্টি মিস্ত্রী আঁখি (১৩)।
এর মধ্যে বৃষ্টিকে তার দাদু ভাই রমেশ মিস্ত্রি ও পরিবারের আরও কয়েকজন সদস্য রাতে রুপাতলী কালিজিরার বস্তির সামনের সড়কে দেখতে পান। বৃষ্টিসহ নিখোঁজ ছাত্রীরা এসময় মাহিন্দ্র অটোতে করে অন্য কোথাও যাচ্ছিল। এসময় দাদু রমেশ মিস্ত্রির ডাকে বৃষ্টি আর অটোতে চড়েনি। তবে অন্য শিক্ষার্থীদের রুকাইয়া নামের বানারীপাড়ার স্থানীয় এক মেয়ে ও তার প্রেমিক অন্যত্র নিয়ে যায় বলে জানায় বৃষ্টি। এদিকে অন্য দুই শিক্ষার্থীর খোঁজ চলছে বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন। তিনি যুগান্তরকে বলেন, বৃষ্টিকে সঙ্গে নিয়ে অপর দুই শিক্ষার্থী এবং তাদের অপহরণকারী রুকাইয়া ও তার প্রেমিকের খোঁজে অভিযান চলছে।
No comments