নীরবে দেশে ফিরলেন মুস্তাফিজ
গেলবারের মতো নয়, এবারের আইপিএল মিশন শেষ করে নীরবে দেশে ফিরলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বুধবার বিকেলে ভারত থেকে ফেরেন মুস্তাফিজ। তবে এবার গতবারের মতো ফুলের তাজ নিয়ে অপেক্ষা ছিল না কেউ। গত মৌসুমে প্রথমবার আইপিএল খেলতে গিয়েই সাড়া জাগিয়েছিলেন মুস্তাফিজ।
একের পর এক ম্যাচে দারুণ বোলিংয়ে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে রেখেছিলেন বড় অবদান। নিজে পেয়েছিলেন টুর্নামেন্টের ইমার্জিং ক্রিকেটারের স্বীকৃতি। এবারও দারুণ কিছুর আশায় মুস্তাফিজ মাঠে নেমেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। তবে ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য থাকায় আর কোনো ম্যাচে সুযোগ পাননি তিনি। এদিকে ত্রি-দেশীয় ও চ্যাম্পিয়ন্স লিগ খেলতে শুক্রবারই দেশ ছাড়ার কথা মুস্তাফিজ ও সাকিবের।
No comments