সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি
সাভারে একটি যাত্রীবাহী বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাসের সকল যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এসময় নারী যাত্রীদের লাঞ্ছিত করেছে তারা। বৃহস্পতিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় রাজশাহীর চাঁপাই থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রজনীগন্ধা পরিবহনে এ ডাকাতির ঘটনা ঘটে। বাস যাত্রীরা জানায়, রাজশাহী চাঁপাই থেকে প্রায় ৩০ থেকে চল্লিশজন বাসযাত্রী ঢাকার গাবতলী আসার জন্য রাতে রওয়ানা দেয়। বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় পৌঁছালে বাসে যাত্রীবেশে থাকা ডাকাতরা অস্ত্রের মুখে সকল যাত্রীকে সিটের সঙ্গে হাত-পা বেঁধে নগদ টাকা এবং মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। যাত্রীরা আরো জানায়, ডাকাতরা এসময় ওই বাসের অন্তত ১০ জন যাত্রীকে পিটিয়ে আহত করেছে। তারা ওই বাসে থাকা তিনজন নারীকে যাত্রীকে লাঞ্ছিত করেন বলেও অভিযোগ করেন বাস যাত্রীরা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহত যাত্রীদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এদিকে গত রাতে সাভারের মিঠনগ্রামে তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। ওই তিনটি বাড়ি থেকে ডাকাতরা নগদ টাকা ও গরু নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাভার মডেল থানার এসআই সুজন বলেন, গাড়িতে ডাকাতির ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
No comments