ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২
গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে দ্রুতগামী পিকআপের ধাক্কায় মালিক ও চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর চারটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার আসপাডা এলাকায় এ ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে গাজীপুর থেকে শ্রীপুরগামী পিকআপ আসপাডা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
এসময় পিকআপ চালক দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলাহাট গ্রামের আমিনুল ইসলামের ছেলে আল-আমিন (২৪) ঘটনাস্থলেই নিহত হয়। পিকআপ মালিক শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের আবুল কালামের ছেলে আমিনুল ইসলাম (২৮) গাজীপুর সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
No comments