ব্যবসায়ীর চোখ উপড়ে ফেলার ঘটনায় আটক ৩
মাদারীপুরের কালকিনিতে মোঃ কবির মৃধা (৪২) নামের এক পান ব্যবসায়ীকে অপহরণের পর দু’চোখ উপড়ে হত্যা চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের আটক করে কালকিনি থানা পুলিশ। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে পূর্ব শক্রতার জেরে এই ঘটনা হতে পারে বলে ধারণা পুলিশের। আটককৃতরা হলেন- মোঃ সাইদুল বিশ্বাস (২৮), জাহাঙ্গীর আকন-(৪১) ও সেলিম হাওলাদার। এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দু বালা বলেন, রাতের আধারে দূর্বৃত্তরা কবির মৃধার চোখ উপড়ে ফেলেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এরআগে বুধবার বিকালে কালকিনির খাসেরহাট বন্দর থেকে পানের চালান নিয়ে ঢাকাগামী লঞ্চে ওঠেন কবির মৃধা। লঞ্চটি সন্ধ্যা ৭টার দিকে বরিশালের মুলাদী উপজেলার সফিপুর লঞ্চঘাটে থামলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সুমন বাহিনীর সন্ত্রাসীরা তাকে অপহরণ করে। পরিবারের লোকজন পুলিশকে অবহিত করলে বরিশালের মুলাদী ও শরীয়তপুরের গোসাইরহাট এবং মাদারীপুরের কালকিনি থানা পুলিশ তাকে উদ্ধারে অভিযান চালায়। কালকিনির বাঁশগাড়ি সংলগ্ন শরীয়তপুরের গজারিয়া গ্রামের মাঠে বসে চোখ উত্তোলন করে হত্যা চেষ্টার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে ও পরে রাত ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
No comments