কুড়িগ্রামের রাজিবপুরে নিজ ঘর থেকে মা-মেয়ের লাশ উদ্ধার
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কাঙ্গালিয়া পাড়া গ্রামে নিজ ঘর থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজিবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসী ও পুলিশ জানায়, রাজিবপুর উপজেলার কাঙ্গালিয়া পাড়া গ্রামের নাজমা বেগম (৩৬) স্বামীর বাড়িতে না থেকে প্রথম স্বামীর মেয়ে জোসনা খাতুন(১৩)কে নিয়ে নিজ বাড়ীতে থাকতো। বুধবার রাতে খাবার খাওয়ার পর একই ঘরে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছিল। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অনেক ডাকাডাকির পরও ঘুম থেকে না উঠায় তার ছেলে ও পাশ্ববর্তী লোকজনের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এলাকাবাসী জানায় নাজমা বেগমের সাথে প্রথম স্বামীর ছাড়াছাড়ি হওয়ার পর বদরপুর গ্রামের রকিপের সাথে বিয়ে হয় তার। রকিপের দুই স্ত্রী থাকায় নাজমা বেগম প্রথম পক্ষের মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকতো। এলাকাবাসীর ধারনা তাদের কেউ হত্যা করে রেখে যেতে পারে। এব্যাপারে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ প্রিথিশ কুমার সরকার জানান, মা-মেয়ের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তদন্ত চলছে। এখনও কোন কারন জানা যায়নি।
No comments