রংপুরে তালিকাভুক্ত সন্ত্রাসী অরেঞ্জ পিস্তলসহ গ্রেফতার
র্যাব-১৩ অভিযান চালিয়ে রংপুর মহানগরীর আলমনগর এলাকা থেকে অরেঞ্জ নামের একজন তালিকাভ’ক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে গুলিসহ একটি পিস্তলও উদ্ধার করে র্যাব। র্যাব ১৩- সূত্র জানায়, র্যাব-১৩ এর একটি দল বুধবার মধ্যরাতে রংপুর মহানগরীর ২৭নং ওয়ার্ডের পোস্ট অফিস মুসলিম পাড়ার আলমনগর টাউন সাব-পোস্ট অফিসের দক্ষিণ পার্শ্বে পাঁকা রাস্তার ওপর অভিযান চালিয়ে আপস ওরফে অরেঞ্জ (২২)কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১ টি সিলভার রংয়ের লোহার তৈরী ট্রিগার,
হেমার ও গ্রিপ যুক্ত সচল বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগাজিন উদ্ধার করে। অরেঞ্জ মুসলিম পাড়ার কুরবান আলীর পুত্র। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম। অভিযান পরিচালনাকারী র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, অরেঞ্জের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিয়োগ আছে। তার বিরুদ্ধে একাধিক বিভিন্ন ধরনের অপরাধের মামলা চলমান।
No comments