যেকোনো মুহূর্তে যেকোনো স্থানে উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা!
নতুন করে ফের মিসাইলের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। যা নিয়ে নতুন করে উত্তেজনা বাড়ছে গোটা বিশ্বে। এই অবস্থায় ফের মিসাইল পরীক্ষার হুঁশিয়ারি দিল পিয়ংইয়ং। যেকোনো স্থানে, যেকোনো সময়ে ফের পরমাণুবোমা বহনে সক্ষম আরো আধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করতে পারে উত্তর কোরিয়া। কিমের নির্দেশেই এই হামলা চালাতে পারে বলে জানা গেগছে। ফলে, পিয়ংইয়ংয়ের হুঁশিয়ারি মোতাবেক নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কা করছেন রাষ্ট্রনেতারা। সংবাদসংস্থা রয়টার্সে প্রকাশিত খবর মোতাবেক, সদ্য পরীক্ষা করা মিসাইলটি একেবারে দেশীয় প্রযুক্তিতে সম্পূর্ণ অন্য ধরণের একটি মিসাইল বলে দাবি করেছে উত্তর কোরিয়া। কিম জং উনের নির্দেশেই এই মিসাইল হামলা হয়।
এই মিসাইলের মাধ্যমে ‘বড় ধরনের পারমাণবিক হামলা’র ক্ষমতা পরীক্ষা করেছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সোমবার উত্তর কোরিয়া জানায়, তারা নতুন ধরণের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা যাচাইয়ে এই পরীক্ষা চালান। তারা দেখতে চেয়েছে যে বড় ধরণের পরমাণু হামলায় ক্ষেপণাস্ত্রটি সক্ষম কিনা। এরপর চীনে নিয়োজিত উত্তর কোরীয় রাষ্ট্রদূত ঝি জোয়াও রিয়ংকে উদ্ধৃত করে কেসিএনএ জানায়, ধারাবাহিকভাবে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে চায় উত্তর কোরিয়া। ঝি জোয়াও কেএনএসএ-কে জানিয়েছেন, ‘উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতৃত্ব চাইলে যেকোনো সময়, যেকোনো স্থানে আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হবে।’
No comments