দায়িত্ব পালনে বাধা নেই সুন্দরগঞ্জের চেয়ারম্যান মাজেদুরের
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান সরকারের দায়িত্ব পালনে বাধা নেই মর্মে হাইকোর্ট আদেশ দিয়েছেন। মঙ্গলবার রিট পিটিশন নং-১১২০০-এর আলোকে মহামান্য হাইকোর্টের দ্বৈত বেঞ্চের বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসাইন এবং বিচারপতি মোঃ আতাউর রহমান খান। উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ধারা ১৩ এর খ (১) মোতাবেক এই আদেশ দেন। ২০১৪ সালের ২৮ নভেম্বর মামলা সংক্রান্ত জটিলতার কারণে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান সরকারকে তার দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এনিয়ে চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। দীর্ঘদিন শুনানী শেষে মঙ্গলবার দ্বৈত বেঞ্চের বিচারপতিগণ চেয়ারম্যান মাজেদুর রহমান সরকারের দায়িত্ব পালনে আর কোন বাঁধা নেই মর্মে আদেশ প্রদান করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার জানান-হাইাকোর্টের আদেশের কাগজ হাতে পেলেই জেলা প্রশাসকের নিকট আবেদন করা হবে। অনুমতি পেলেই দায়িত্বভার গ্রহণ করব ইন্শা আল্লাহ্ । এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এস.এম গোলাম কিবরিয়া জানান- উপজেলা পরিষদের চেয়াম্যান সংক্রান্ত বিষয়ে হাই কোর্টের আদেশ এখন পর্যন্ত আমার অফিসে আসেনি।
No comments