ঝিনাইদহে 'জঙ্গি আস্তানা'য় ফের অভিযান
ঝিনাইদহের সদর উপজেলায় 'জঙ্গি আস্তানা' সন্দেহে ঘিরে রাখা দুটি বাড়িতে ফের অভিযান শুরু হয়েছে। বুধবার সকাল পৌনে ৯টার দিকে স্থগিত এই অভিযান শুরু হয়। র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলের সঙ্গে অভিযানে যোগ দিয়েছে কমান্ডো দলও। ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কমান্ডার মেজর মনির আহম্মেদ এসব তথ্য জানান। সংবাদকর্মীদের ঘটনাস্থল থেকে অন্তত ৩০০ গজ দূরে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের কাছে অবস্থান করতে বলা হয়েছে। বাড়িটির আশপাশের এলাকায় জারি করা ১৪৪ ধারা বলবৎ রয়েছে। এর আগে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর মঙ্গলবার ভোর থেকে বাড়ি দুটিতে অভিযান চালায় র্যাব। সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে সেখান থেকে দুটি সুইসাইড ভেস্ট, ৫টি বোমা, ১৫টি মাইন তৈরির সরঞ্জাম, ৩০টি বোমা তৈরির ডিভাইস, ৪টি কনটেইনার, ১৮টি বোমা তৈরির জেল এবং ১৮৬টি সার্কিট উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ি দুটি ঝিনাইদহ জেলা শহর থেকে ২ কিলোমিটার দূরে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামে। মেজর মনির আহম্মেদ আরও জানান, বাড়ি দুটি মহেশপুরে নিহত নব্য জেএমবি তুহিন ও তার চাচা মতিয়ার রহমানের ছোট ছেলে প্রান্তর।
No comments