সিডিজেএফডি’র সভাপতি খোকন মহাসচিব শাহীন নির্বাচিত
আগামী দুই বছরের জন্য ঢাকাস্থ চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের (সিডিজেএফডি) নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক মাহমুদুর রহমান খোকন সভাপতি এবং বিজয় টিভির শাহীন উল ইসলাম চৌধুরী মহাসচিব নির্বাচিত হয়েছেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সিডিজেএফডি’র বার্ষিক সাধারণ সভায় এ কমিটি করা হয়। খোকন এর আগে ফোরামের আহ্বায়ক এবং শাহীন চৌধুরী সদস্য সচিব ছিলেন। ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি: খোন্দকার মোজাম্মেল হক (আজকের সূর্যোদয়), সহ-সভাপতি: মো. মোস্তফা কামাল (ইউএনবি), যুগ্ম মহাসচিব: ফিরোজ আলম মিলন (আজকের বসুন্ধরা), আবু তাহের (প্রতিমুহূর্ত.কম), সাংগঠনিক সম্পাদক: মফিজুর রহমান খান বাবু (কালবেলা), অর্থ সম্পাদক : শাহাদাত হোসেন নিজাম (বিটিভি), দফতর ও কল্যাণ সম্পাদক : জাকির হোসেন লিটন (নয়াদিগন্ত), প্রচার ও প্রকাশনা সম্পাদক : আহমেদ তোফায়েল (যায়যায়দিন), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক : মোতাহার হোসেন (বর্তমান), নারী বিষয়ক সম্পাদক : মোমেনা আক্তার পপি (আমার দিন)। নির্বাহী পরিষদ সদস্য : সৈয়দ আবদাল আহমেদ (আমার দেশ), শাহেদ চৌধুরী (সমকাল), সোহেল হায়দার চৌধুরী (বর্তমান), সাজ্জাদ হোসেন (বাসস), নূরুল ইসলাম খোকন (সমকাল), শামসুদ্দিন আহমেদ (ইত্তেফাক), নাসিমা আক্তার সোমা (দ্যা ডেইলি অবজারভার), মশিউর রহমান রুবেল (জনতা) ও জাগরণ চাকমা (দ্যা ডেইলি ইনডিপেন্ডেন্ট)। কার্যকরী অধিবেশনের সাবজেক্ট কমিটির প্রধান ও নোয়াখালী জার্নালিস্টস ফোরাম ঢাকার (এনজেএফ) সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের নির্বাচিত নতুন কমিটির নাম ঘোষণা করেন। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনি, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া-এই ১১ জেলার সাংবাদিকদের নিয়ে এই ফোরাম প্রতিষ্ঠিত হয়।
No comments