খালেদার বিরুদ্ধে মানহানি মামলার চার্জশিট ১৫ জুন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে করা মানহানি মামলার চার্জশিট দাখিলে ১৫ জুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। বুধবার তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করতে না পারায় নতুন তারিখ ধার্য করেন বিচারক ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান। গত বছরের ডিসেম্বরে মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে দেয়া ‘আপত্তিকর’ বক্তব্যের কারণে তাদের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘আজকে বলা হয় এত লাখ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’ ওই সময় তিনি আরও বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন।
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না।’ অন্যদিকে, মামলার অপর আসামি গয়েশ্বর চন্দ্র রায় ওই বছরের ২৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা নির্বোধের মতো মারা গেছেন। একাত্তরের ১৪ ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তানের বেতন-ভাতা খেয়েছেন তারা নির্বোধের মতো মারা গেলেন? আর আমাদের মতো নির্বোধরা শহীদ বুদ্ধিজীবী হিসেবে তাদের কবরে ফুল দেই। আবার না গেলে পাপ হয়। তারা যদি বুদ্ধিমান হন, তাহলে ১৪ তারিখ পর্যন্ত নিজের ঘরে থাকলেন কীভাবে?’ তাদের এসব বক্তব্যের প্রেক্ষিতে চলতি বছরের ৫ জানুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)।
No comments