সন্দ্বীপে যুবলীগ নেতাকে গলাকেটে হত্যা
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সোহেল রানা ওরফে বোতা বাবলু (২৬) নামে এক যুবলীগ নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলা পৌরসভার ৪নং ওয়ার্ডের টেকবাজ ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। বাবলু সন্দ্বীপ পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও একই এলাকার জয়াল আবেদিন বোতার ছেলে। সন্দ্বীপ থানার ওসির সামসুল ইসলাম জানান, ভোরে পৌরসভার টেকবাজ ব্রিজের নিচে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য নিয়ে এমপি মাহফুজুর রহমান মিতা ও মেয়র জাফর উল্লা টিটুর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে বাবলুকে হত্যা করা হয়ে থাকতে পারে।
No comments