ইপিজেড আইন সংশোধন হবে: বাণিজ্যমন্ত্রী
ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব বিবেচনায় নিয়ে ইপিজেড আইন সংশোধনের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে দুই দিনব্যাপী ডেনিম এক্সপো-২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নে মোট পোশাকের ৫৪ শতাংশ রফতানি হয়। এই বাজার আমরা বিঘ্নিত হতে দেব না। ইইউ'র সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তাদের প্রস্তাব বিবেচনা করে ইপিজেড আইন সংশোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
এসডিজিস মূখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, এফবিসিসিআই'র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো. শফিউল রহমান, জার্মান অ্যাম্বাসেডর থমাস প্রিন্জ, নেদারল্যান্ডের অ্যাম্বাসেডর লুইলিন্যায়ার, এইচএন্ডএম গ্রুপের কান্ট্রি ডিরেক্টর গুস্তাফ অ্যাস্প প্রমুখ। ডেনিম এক্সপোর ষষ্ঠ আসরে ১২টি দেশের ৫০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা নিয়ে অংশ নিয়েছে। এই এক্সপো চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
No comments