শুল্ক গোয়েন্দা কার্যালয়ে আপন জুয়েলার্সের মালিক
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কার্যালয়ে হাজির হয়েছেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ। তার সাথে রয়েছেন তার দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদ। অন্যদিকে দ্য রেইনট্রি হোটেলের পক্ষে হাজির হয়েছেন তাদের আইনজীবী জাহাঙ্গীর কবির। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তারা সেখানে পৌঁছান। এর আগে এই দুই প্রতিষ্ঠানের মালিকদের হাজির হতে নোটিশ দিয়েছিল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। জানা যায়, আপন জুয়েলার্সের সীমান্ত স্কয়ার, উত্তরা ও মৌচাক শাখার দায়িত্বে রয়েছেন দিলদার আহমেদ।
গুলজার আহমেদ দেখেন প্রতিষ্ঠানের গুলশানের ডিএনসিসি মার্কেট শাখা ও সুবাস্তু মার্কেট শাখার দায়িত্বে রয়েছেন আজাদ আহমেদ। শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, দ্য রেইনট্রি হোটেলের মালিক অসুস্থ থাকায় তাদের পক্ষে তাদের আইনজীবী কার্যালয়ে এসেছেন। উল্লেখ্য, আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি। গত ২৮ মার্চ দ্য রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে ৬ মে বনানী থানায় মামলা হয়।
No comments