আ'লীগের ৪ কর্মী হত্যায় ২৩ জনের ফাঁসির আদেশ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পনের বছর আগে আওয়ামী লীগের চার কর্মীকে হত্যার দায়ে ২৩ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন্নাহার বুধবার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ১৯ আসামি আদালতে উপস্থিত থাকলেও অন্য চারজন এখনও পলাতক। অতিরিক্ত পিপি জাফরিন আহমেদ বলেন, ২০০২ সালের ১২ মার্চ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জালাকান্দি গ্রামের আওয়ামী লীগ সমর্থক চারজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।
No comments