স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ভারত
ইসরাইলের সঙ্গে বিদ্যমান শান্তিচুক্তিসহ স্বাধীন-সার্বভৌম, ঐক্যবদ্ধ ও কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র দেখতে চায় ভারত। বুধবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ মন্তব্য করেন। এ সময় তিনি ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি ভারতের সমর্থন ব্যক্ত করেন। দুই নেতার মধ্যে বিভিন্ন ইস্যুতে দীর্ঘক্ষণ আলাপ হয়। পাশাপাশি পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যে বিবদমান নানা সমস্যার বিষয়ে কথা কথা বলেন তারা। গত ১৪ মে চার দিনের সফরে ভারতে আসেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তার সঙ্গে বৈঠকের আগে ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, 'আরব বসন্তের পর থেকে মধ্যপ্রাচ্যসহ এর আশপাশের এলাকায় অস্থিরতা ও যুদ্ধাবস্থা বিরাজ করছে।' তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আব্বাস বলেন, 'আমরা জানি ইসরাইলের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রয়েছে। স্বাধীন ফিলিস্তিনের প্রতিও তাদের সমর্থন রয়েছে। তাই আমরা মনে করি ফিলিস্তিনি-ইসরাইল বিরোধ নিরসনে ভারত ভালো ভূমিকা রাখতে পারে।'
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলের বিরোধ নিরসনে রাজনৈতিক সংলাপের বিকল্প নেই। আমরা সকল পক্ষের সঙ্গে শান্তির জন্য কাজ করতে রাজি রয়েছি। তবে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে নতুনভাবে এগোচ্ছে ভারত। বিশেষ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ইসরাইল সফরকালে এর আগে বা পরে ফিলিস্তিন সফরে যাননি। পাশাপাশি জুলাইয়ে প্রথমবারের মতো ইসরাইল সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া জাতিসংঘে ইসরাইল বিরোধী প্রস্তাবে ভোট দেয়নি ভারত। এসব কিছুতে বোঝা যাচ্ছে ইসরাইল-ভারত সম্পর্ক অন্যমাত্রা লাভ করছে। এ অবস্থার মধ্যেই ১৪ থেকে ১৭ মে পর্যন্ত ভারত সফর করলেন মাহমুদ আব্বাস। এ সফরে ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র গঠনে ভারতের সহায়তা চান তিনি।
No comments